সর্বশেষ আলোচনা

6/recent/ticker-posts

Header Ads Widget

***মেধা নেই এমন অজুহাতে কোন কাজ থেকে পালাবেন না, লেগে থাকুন, সফলতা আসবেই।***

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আপীল নিষ্পত্তি, পুনর্বিবেচনা ও সংশোধন সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করুন।

 


শৃঙ্খলা ও আপীল বিধিমালা 2018 ppt সরকারি চাকরি শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ শৃঙ্খলা ও আপীল বিধিমালা ১৯৮৫ pdf সরকারি চাকরি বিধিমালা ২০১৮ pdf সরকারি চাকরি আচরণ বিধিমালা ২০১৮ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ২০১৯ pdf সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ২০২২ শৃঙ্খলা ও আচরণ বিধিমালা মোহাম্মদ ফিরোজ মিয়া Employee Discipline and Appeal Rules-2018.pdf সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা; discipline and appeal rules-2018; discipline and appeal rules; (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা; প্রজ্ঞাপন; বাংলাদেশ গেজেট; সরকারি গেজেট; চাকরির বিধিবিধান; চাকরির নিয়মাবলী; সরকারি চাকুরীজীবি আচরণ-শৃঙ্খলা ও আপিল বিধিমালা ; the government servants discipline & appeal rules; the government servants discipline & appeal rules 2018;  সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা; সরকারি চাকুরীজীবি শৃঙ্খলা ও আপিল বিধিমালা; the government servants discipline & appeal rules 2018; সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী দণ্ড-৪; চাকুরীজীবি শৃঙ্খলা বিধিমালা; চাকুরীজীবি আচরণ নীতিমালা; চাকুরির বিধিমালা; শৃঙ্খলা বিধিমালা; আচরণ নীতিমালা; আচরণ বিধি মালা;


 প্রশ্ন: সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আপীল নিষ্পত্তি, পুনর্বিবেচনা ও সংশোধন সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করুন।


সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-২১ এ আপীল নিষ্পত্তি বিষয়ে বলা হয়েছে । নিচে তা তুলে ধরা হলো-


২১। আপিল নিষ্পত্তি। (ক) কোনো দণ্ড আরোপের আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, আপিল কর্তৃপক্ষ নিম্নবর্ণিত বিষয়গুলি বিবেচনা করিবে এবং যেইরূপ আদেশ প্রদান করা উপযুক্ত মনে করিবে সেইরূপ আদেশ প্রদান করিবে— 

(ক) এই বিধিমালায় বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসৃত হইয়াছে কিনা এবং যদি হইয়া থাকে, তবে অনুসৃত না হওয়ার কারণে ন্যায়বিচার ব্যাহত হইয়াছে কিনা; 

(খ) অভিযোগের উপর প্রাপ্ত তথ্যাদি যথার্থ কিনা; এবং 

(গ) আরোপিত দণ্ড মাত্রাতিরিক্ত, পর্যাপ্ত বা অপর্যাপ্ত কিনা 

(২) দণ্ডাদেশ ব্যতীত অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, আপিল কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কিত তথ্য ও পরিস্থিতি বিবেচনা করিবে এবং যেইরূপ আদেশ প্রদান যথাযথ ও ন্যায়সংগত বলিয়া বিবেচিত হইবে সেইরূপ আদেশ প্রদান করিবে। 

(৩) যে কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হইয়াছে উক্ত কর্তৃপক্ষ আপিল কর্তৃপক্ষের আদেশ প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে আপিল কর্তৃপক্ষের আদেশ কার্যকর করিবে 

২২। পুনর্বিবেচনা( Review)

(১) রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত কোনো আদেশের দ্বারা কোনো সরকারি কর্মচারী সংক্ষুব্ধ হইলে তিনি আদেশটি পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির নিকট আবেদন করিতে পারিবেন । 

(২) আবেদনকারী যে আদেশের দ্বারা সংক্ষুব্ধ হইয়াছেন, উক্ত আদেশ জ্ঞাত হইবার তারিখ হইতে ৩ (তিন) মাসের মধ্যে পুনর্বিবেচনার আবেদন দাখিল না করিলে কোনো আবেদনপত্র পুনর্বিবেচনার জন্য গ্রহণ করা হইবে না : 

. তবে শর্ত থাকে যে, যদি রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, আবেদনকারী কর্তৃক যথাসময়ে আবেদন দাখিল করিতে না পারিবার পর্যাপ্ত কারণ রহিয়াছে, তাহা হইলে উপরোল্লিখিত মেয়াদ অতিবাহিত সত্ত্বেও পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে কোনো আবেদন পুনর্বিবেচনার জন্য গ্রহণ করিতে পারিবে। 

(৩) প্রত্যেক ব্যক্তি পুনর্বিবেচনার আবেদন নিজ নামে ও পৃথকভাবে দাখিল করিবেন। 

(৪) পুনর্বিবেচনার জন্য প্রত্যেকটি আবেদন যে অফিসে আবেদনকারী কর্মরত আছেন অথবা চাকুরিরত না থাকিবার ক্ষেত্রে সর্বশেষ যে অফিসে কর্মরত ছিলেন, সেই অফিসের অফিস প্রধানের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট দাখিল করিতে হইবে। 

(৫) পুনর্বিবেচনার আবেদনের উপর রাষ্ট্রপতি যেইরূপ আদেশ প্রদান উপযুক্ত মনে করিবেন সেইরূপ আদেশ প্রদান করিবে। 

২৩। পুনঃনিরীক্ষণ(revision)—রাষ্ট্রপতি, নিজ উদ্যোগে কিংবা অন্যভাবে, সংশ্লিষ্ট মামলার রেকর্ডপত্র তলব করিয়া এই বিধিমালার অধীনে আপিলে প্রদত্ত যে কোনো আদেশ অথবা যাহার বিরুদ্ধে কোনো আপিল করা হয় নাই, এইরূপ আপিলযোগ্য কোনো আদেশ উক্ত আদেশ প্রদানের তারিখ হইতে এক বৎসরের মধ্যে সংশোধন করিতে পারিবেন। 

Post a Comment

0 Comments